পূর্বধলায় মিশ্র প্রতিক্রিয়া বৈশাখী মেলায় র্যাফেল ড্র
ভ্রাম্যমান প্রতিনিধিঃ ১৮ এপ্রিল ২০১৬, সোমবার,
পুর্বধলায় বৈশাখী মেলা উপলৰ্যে পূর্বধলা অফিসার্স ক্লাব আয়োজন করে র্যাফের ড্র। সারাদেশে র্যাফেল ড্র নামে জুয়া খেলা বন্ধ করতে যেখানে প্রশাসন তৎপর সেখানে খোদ অফিসার্স ক্লাব এ রকম একটি খেলার আয়োজন করায় পূর্বধলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পূর্বধলা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন জানান প্রতিবছর বৈশাখী মেলা উপলৰ্যে র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। এর ধারা বাহিকতায় এবারও এর অয়োজন করা হয়। তিনি আরো জানান বৈশাখী মেলার প্রস’তি কমিটির সিন্ধান্ত অনুয়ায়ী যেখানে উপজেলা চেয়ারম্যান,ওসি, মুক্তিযোদ্ধা ,সাংবাদিক, অফিসার, সবার সম্মিলিত সিন্ধান্ত অনুয়ায়ী এ কর্মসূচী নেওয়া হয়।
র্যাফেল ড্র বর্তমানে এক ধরনের জুয়া খেলা প্রশাসন এর আয়োজন করল কি ভাবে এমন প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন জানান মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসলে এ র্যাফেল ড্র আয়োজন করা হয়েছিল এর বাইরে কোন চিন্তা করা হয়নি।
আয়ের অর্থ কোন খাতে খরচ করা হবে প্রশ্ন করা হলে তিনি জানান বৈশাখী মেলা আয়োজনে সরকারী কোন বাজেট নেই, তাই এখান থেকে যত সামান্য যা অর্থ আয় হবে তা অনুষ্ঠানে ব্যায় করা হবে।