এস আই গৌতম রায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী মঙ্গলবার

তিলক রায় টুলু পূর্বধলা নেত্রকোনাঃ ১৮ এপ্রিল ২০১৬, সোমবার,
ভোরের কাগজ ও লোকলোকান্তন পত্রিকার সাংবাদিক তিলক রায়ের বড় ভাই পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বংশাল থানার অপারেশান অফিসার এস,আই গৌতম রায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী কাল মঙ্গলবার। ২০১০ সালের ১৯ শে এপ্রিল এ দিনে বংশাল থানার চৌকস পুলিশ অফিসার এস আই গৌতম রায় থানার কাজ শেষ করে রাতে বাসার ফেরার সময় রাজধানীর ধোলাইখালের লাল মোহন সাহা ষ্ট্রিট এলাকায় সুপরিকল্পিত ভাবে একটি সন্ত্রাসী চক্র তাকে গুলি করে হত্যা করে ।
এ উপলক্ষে তার নিজ বাড়ী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের বাসায় গীতাপাঠ,ধমীয় আচার অনুষ্ঠান ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়।
দুঃখজনক হলেও সত্য যে এ হত্যাকান্ডের ৬ বছর পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের এখনও বের করতে পারেনি পুলিশ। এস আই গৌতম রায়ের হত্যাকান্ডটিকে সুপরিকল্পিত দাবী করে তার পরিবার এ মামলাটির বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের খুজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।