| সকাল ৮:৪৮ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কার্গোর সাথে ধান ভর্তি ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ ৩ দিনেও সন্ধান মিলেনি কৃষি শ্রমিকের

 

সুদর্শন আচার্য্য মদন(নেত্রকোনা): ১৮ এপ্রিল ২০১৬, সোমবার,

নেত্রকোনার মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের হতদরিদ্র কৃষি শ্রমিক নাছিরুল (১৯) নিখোঁজ হওয়ার তিন দিনেও তার সন্ধান মিলেনি। পারিবারিক ও থানা সুত্রে জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার রসুলপুর গ্রাম থেকে ধান আনার জন্য শুক্রবার সকালে নৌকার মালিক রতন তালুকদার ও তার বোন জামাই নান্টু দাসের সাথে মদন থেকে নৌকা যোগে নাছিরুল রওনা হয়। শনিবার সকালে রসুলপুর গ্রামের ফেরিঘাট থেকে ধান ভর্তি নৌকাটি উদ্ধার করা হলেও ৩ জনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ কৃষি শ্রমিক নাছিরুলের বাবা ইসকান্দর ও মা নার্গিস আক্তার শোকাহত অবস’ায় জানান, শুক্রবার সকালে আমার ছেলে নাছিরুল, রতন তালুকদার ও তার বোন জামাই নান্টু দাসের সাথে বাড়ি থেকে নৌকা যোগে রসুলপুর গ্রামে যায়। নান্টুর সাথে তার ছেলের সম্পর্ক ভালো ছিলনা বলে তার ছেলেকে হত্যা করে নৌকা রেখে তারা দুই জন পালিয়েছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে খালিয়াজুরী থানায় সোমবার একটি জিডি এন্ট্রি করা হয়েছে। এ ব্যাপারে নৌকার মালিকের সাথে কথা বলার জন্য সোমবার সকালে মদন বাজারস’ তার বাসায় গেলে রতনকে পাওয়া যায়নি। তার স্ত্রী কল্পনা রাণী তালুকদার জানান,তার স্বামী ও বোন জামাই জীবিত আছে তবে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সম্পর্কে কিছুই বলতে পারছে না। তিনি আরো বলেন, ধান নিয়ে মদনের দিকে নৌকাটি রওনা হলে, রসুলপুর ফেরিঘাটে স্টীল বডি একটি কার্গোর সাথে নৌকাটি ধাক্কা খায় এবং নাছিরুল পানিতে পরে নিখোঁজ হয়। এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি শওকত মিয়া জানান, দুর্ঘটনা কবলিত ইঞ্জিন চালিত নৌকাটি ২শত বস্তা ধানসহ থানায় আটক আছে। নিখোঁজ নান্টু দাসের সাথে মোবাইল ফোনে কথা হলেও হঠাৎ তার ফোন বন্ধ করে ফেলায় নিখোঁজ নাছিরুল সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ব্যাপারে নিখোঁজের চাচা বাবুল মিয়া খালিয়াজুরী থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। বর্তমানে পরিবারটিতে শোকের মাতম চলছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩২ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০১৬