| রাত ৯:৩৭ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে সজীব হত্যার মূল আসামী সবুজ স্বীকারোক্তিসহ গ্রেফতার

ত্রিশাল প্রতিনিধিঃ  ময়মনসিংহের ত্রিশালে মুক্তিপনের টাকা না পেয়ে স্কুল ছাত্র সজীবকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে মামলার একমাত্র আসামী সবুজ মিয়া (১৮)। হত্যাকারী সবুজ ধানীখোলা ইউনিয়নের উজান ভাটিপাড়া গ্রামের শরীফ উদ্দিনের ছেলে এবং নিহত সজিবের মামাত ভাই বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) চাঁদ মিয়া।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার দুপুরে নিখোঁজ হয় ধানীখোলা ইউনিয়নের উজান ভাটিপাড়া গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফির ছেলে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী সজিব মিয়া (৭)। নিখোঁজের পর বুধবার সন্ধ্যায় ০১৯৮৪৯৫৮২৯১ ও ০১৯৬৯২৭৪৭৫০ এই দুটি মোবাইল নম্বর থেকে নিহত সজিবের বড় ভাই রাজিবের মোবাইলে ফোন করে ২লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দাবীকৃত টাকা পরিশোধ না হওয়াই আবারও বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ঐ নম্বরগুলো থেকে রাতের মধ্যেই ময়মনসিংহে ২লক্ষ টাকা নিয়ে যেতে বলে এবং যদি টাকা নিয়ে না পৌছায় তবে সজিবকে হত্যা করা হবে বলে হুমকী দেয় নারায়নগঞ্জ থেকে সবুজের বন্ধু। দিন মুজুর দরিদ্র পিতা দাবীকৃত মুক্তিপন পরিশোধ করতে পারেনি। শুক্রবার বেলা ১২ টার দিকে ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের পিছনে ধান ক্ষেতে সজিবের লাশ পাওয়া যায়। স্থানীয়রা উল্টো অবস্থায় একটি শিশু বাচ্চার লাশ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) চাঁদ মিয়া মুক্তিপন চাওয়া মোবাইল নম্বরগুলো ট্যাকিং ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে আসামী শনাক্ত করে এবং গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে গ্রেফতার করা হয় হত্যাকারী নিহতের মামাত ভাই মোঃ সবুজ মিয়া (১৮)কে। গ্রেফতার পরবর্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ সজিবকে হত্যার বিষয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরে।
হত্যাকারী নিহত সজিবের মামাত ভাই সবুজ স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে বলেন, তেতুল পাড়ার কথা বলে সবুজ সজিবকে নির্জন জঙ্গলে নিয়ে গলা টিপে হত্যা করে। পরে পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রেখে যায়। যে নম্বরগুলোতে মুক্তিপনের দাবীকৃত টাকা চাওয়া হয় সে সিমগুলো ভেঙ্গে ঘটনাস্থলের পার্শ্বে একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলেও স্বীকারোক্তি দেয় সবুজ।
এ ঘটনায় সজিবের পিতা মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৯, তারিখ-১৬/৪/২০১৬ইং।
নিহত সজিবের পিতা শফিকুল ইসলাম জানান, আমার এ ছোট শিশু সন্তানটিতো কোন অন্যায় করেনি, কেন তাকে হত্যা করা হলো, আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
হত্যার ঘটনার ২দিনের মধ্যে মামলার মূল আসামীকে গ্রেফতারের পর গতকাল সোমবার এক সংবাদ সম্মেলন করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, সবুজ গাঁজা সেবনের সময় সজিবের চোখে পড়ে যায়, আর বিষয়টি পরিবারকে জানিয়ে দিবে এমন কথা বলায় মুক্তিপন নাটক করে সজিবকে হত্যা করা হয়েছে। নিহত শিশু সজিব হত্যার ঘটনায় আমরা অতিদ্রুত বিভিন্ন তথ্য ও মুক্তিপনের টাকা দাবীকৃত মোবাইল নম্বরের মাধ্যমে আমরা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০১৬