| সকাল ১০:২৬ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষনের তিনদিন পর মামলা

ভ্রাম্যমান  প্রতিনিধিঃ  পূর্বধলায়  মানসিক ভারসাম্যহীন পারভীন (২৬) নামে  এক যুবতী ধর্ষনের শিকার হওয়ার তিনদিন পর পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও  মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনাটি ঘটেছে গত ১৩ এপ্রিল রাতে  পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। যুবতী  মেয়েটির বাড়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গারাইকুটি গ্রামে। তার বাবার নাম মৃত আবুল হোসেন।  এ ব্যাপারে কলৈাটি গ্রামরে মানিক মিয়া বাদি হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কৈলাটি নয়াপাড়া গ্রামের আঃ কাদিরের পুত্র  সিজার (২০) ও একই গ্রামের মৃত ওহেদ আলীর পুত্র  তোতা মিয়া(৫০) এবং অঞ্জাত আরো ৩ জনকে  আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-১১ তারিখ-১৬/০৪/২০১৬। ঘটনার পর পর মূল আসামী সিজার পালিয়ে য়ায়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় মানসিক ভারসাম্যহীন পারভীর(২৬) নামে এক যুবতী  পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি নয়াপাড়া গ্রামে ঘোরাফেরা করলে গত ১৩ই এপ্রিল রাতে স্থানীয় সিজার ও তার সংঙ্গীরা ভারসাম্যহীন তরুনীকে  ফুসলিয়ে কৈলাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে ঘটনাটি লোকমুখে জানাজানি হলে পুলিশ ঘটনার ৪দিন পর ধর্ষিতা মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরন করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) রফিক ঘটনার সত্যতা স্বীকার করে এ পতিবেদক কে  জানান রবিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে তার পরিবারের লোক জনের জিম্মায় দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য আনোয়ার হোসেন নামে  একজন কে আটক করে। পরে  জিঞ্জাসাবাদ করে  ছেড়ে দিয়েছে বলে পুলিশ জানায়। এস আই রফিক আরো জানান মূল আসামী সিজার কে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩:২০ অপরাহ্ণ | এপ্রিল ১৮, ২০১৬