ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০১৬, রবিবার,
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা- শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিম.এম সালেহ উদ্দিন। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, জেলা পরিষদ প্রশাসক এড. জহিরুল হক খোকা, পুলিশ সুপার মঈনুল হক, এড. আনিসুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, জেলা মটর মালিক সমিতির সভাপতি মন্তাজ উদ্দিন মন্তা প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।