| রাত ৯:১৪ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এএইচএম মোতালেবঃ ময়মনসিংহ বিভাগের প্রথম কমিশনার জি এম সালেহ উদ্দিনের সাথে ময়মনসিংহ প্রেসক্লাব নেতৃবৃন্দ গতকাল রবিবার সৌজন্য সাক্ষাৎ করেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনার সাংবাদিকদের নবগঠিত ময়মনসিংহ বিভাগের নহ্মগরায়ন সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিভাগীয় কমিশিনার জি এম সালেহ উদ্দিন বলেন, ব্রহ্মপুত্র নদের ওপারে ৩৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ময়মনসিংহ বিভাগের পরিকল্পিত নগরী গড়ে তোলা হবে। এটি বাস-বায়নে প্রায় আট হাজার একর জমিতে বিভাগীয় কার্যালয়সহ নানা স্থাপনা নির্মান করা হবে। এছাড়াও ব্রহ্মপুত্র নদে আরো ৪টি সেতু নির্মাণ করার পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে। আগামী মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রীর বরাবরে পরিকল্পিত নগরীর একটি খসড়া প্রস-াবনা উপস’াপন করা হবে। এর পরেই মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে পেশ করার পর এটি ময়মনসিংহ জনসাধারনের সাথে কয়েকটি সংলাপের পর পুনরায় সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে চূড়ান- করা হবে। কমিশনার জি এম সালেহ উদ্দিন আরো জানান, ব্র‏ৰপুত্র নদের ওপারে প্রস-াবিত নগরীতে বিভাগীয় কমিশনার ও ডিআইজির কার্যালয়সহ অন্যান্য বিভাগীয় কার্যালয়, শিক্ষাবোর্ড, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স’াপন করা হবে। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি বিভাগীয় কমিশনার বলেন, ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় থেকে স্টেশনরোড সড়ক প্রশস-করণে রাজনৈতিক সমর্থন দরকার। তবে আকুয়া মাদরাসা কোয়ার্টার পুরাতন ফুলবাড়িয়া বাসষ্ট্যাণ্ড থেকে বাইপাস সড়ক পর্যন- এখনই প্রশস-করণ সম্ভব বলেও মনে করেন তিনি।
মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংবাদিক এ এইচ এম মোতালেব, আতাউল করিম খোকন, শেখ মহিউদ্দিন আহাম্মদ, সাইফুল ইসলাম, মীর গোলাম মোস-ফা, নিয়ামুল কবির সজল, শরীফুজ্জামান টিটু ও আতাউর রহমান জুয়েল উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০১৬