| সন্ধ্যা ৭:৪৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতী সীমান্তে অপহৃত ৩ আদিবাসীর সন্ধান মেলেনি ৪ দিনেও।। পরিবারে আতঙ্ক

এম খলিলুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধি, ১৭ এপ্রিল ২০১৬, রবিবার
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে অপহৃত ৩ আদিবাসী ৪ দিনেও সন্ধান মিলেনি। গত ১৪ ্‌এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গজনী গ্রামের নিজ নিজ বাড়ী থেকে মৃত রহেন্দ্র সাংমার ছেলে প্রভাত মারাক (৫০) ও সুকীন্দ্র মারাকের ছেলে বিভাস সাংমা (২৫) কে অপহরণ করা হয়। ওই দিনই একই গ্রামের সুমিত সাংমার ছেলে রাজেস মারাক (২২)কে ময়মনসিংহের ভালুকা কলেজ সংলগ্ন বাসা থেকে অপহরণ করা হয়। অপহৃতদের পরিবারের পৰ থেকে বলা হয়েছে র‌্যাবের ন্যায় কালো পোশাক ধারী ১০/১২ জনের সশস্ত্র একটি দল তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গত ৪দিনেও ওই ৩আদিবাসীর সন্ধান মেলেনি। তাদের খোঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও আতঙ্ক। এ ব্যাপারে বিভাসের মা বিরলা সাংমা ঝিনাইগাতী থানায় একটি সাধারন ডাইরি নং ৫৯৩ দায়ের করেছেন। ওসি মোঃ মিজানুর রহমান থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেছেন ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত চলছে এখনো কোন কিছু নিশ্চিত হওয়া যায়নি। শেরপুর ও জামালপুর জেলার দায়িত্ব প্রাপ্ত র‌্যাব-১৪ কর্মকর্তা মেজর মোঃ নাইম আব্দুলৱাহ বলেছেন, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই। তিনি আরো বলেন, র‌্যাব কাউকে আটক করলে নিয়ম অনুযায়ী ২৪ঘন্টার মধ্যে থানায় হস্তান্তর করা হয়। বিজিবি-২৭ ব্যাটেলিয়ানের নওকুচি সীমান্ত ফাঁড়ীর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল কাদের জানিয়েছেন, নিখোঁজ পরিবারের পৰ থেকে তাদের কিছু জানানো হয়নি । এ বিষয়ে তারা কিছু জানেন না বলে জানান।

সর্বশেষ আপডেটঃ ৯:১৫ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০১৬