| সন্ধ্যা ৬:৫৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এনজিও ফেডারেশন (এফএনবি) এর ময়মনসিংহ জেলা কমিটি গঠিত

 

স্টাফ রিপোর্টারঃ  ১৭ এপ্রিল ২০১৬, রবিবার
এনজিও ফেডারেশন (এফএনবি) ময়মনসিংহ জেলা শাখার-২০১৬-২০১৮ ত্রি-বার্ষিক মেয়াদের কমিটি গত ১৬ এপ্রিল ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি), শম্ভুগঞ্জ, ময়মনসিংহে – বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার ও এফএনবির জেলা সভাপতি এবিএম আলালউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এক অনারম্ভর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে গঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ব্র্যাকের গ্র্বপ সিএফও ও এফএনবি জাতীয় নির্বাহী বোর্ডের ভাইস চেয়ার এস.এন কৈরী, আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এফএনবির জাতীয় নির্বাহী বোর্ডের কোষাধ্যৰ মোঃ ফয়জার রহমান, বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এফএনবির জাতীয় নির্বাহী বোর্ডের সদস্য জাকির হোসেন, ওআরএ নির্বাহী পরিচালক ও এফএনবির জাতীয় নির্বাহী বোর্ডের সদস্য ফকির মোঃ মাজহার্বল ইসলাম, ইকো সোসাইটির নির্বাহী পরিচালক ও এফএনবির জাতীয় নির্বাহী বোর্ডের সদস্য শেখ আরিফ আহম্মেদ, ব্রেভ এর নির্বাহী পরিচালক ও এফএনবির জাতীয় নির্বাহী বোর্ডের সদস্য এম আনোয়ার উলৱাহ, এফএনবির পরিচালক এম তাজুল ইসলাম ও এফএনবির কর্মসূচী সমন্বয়কারী মোসাদ্দেক হোসেন গুর্বত্বপূর্ণ বক্তব্য উপস’াপন করেন। পরে ত্রি-বার্ষিক মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়। কমিটির কর্মকর্তারা হলেনঃ চেয়ার-ফারহানা মিল্কী (ব্র্যাক), ভাইস চেয়ার-মোঃ নজর্বল ইসলাম (আশা), সদস্য সচিব- শেখ মোঃ ইউসুফ লিটন (এসেড), কোষাধ্যৰ-মোশাররফ হোসেন খসর্ব (সিডা), নির্বাহী সদস্য -এবিএম আলালউদ্দিন আহম্মেদ (বুরো বাংলাদেশ), নির্বাহী সদস্য- এন এম জহির্বল ইসলাম (সেভা), নির্বাহী সদস্য-শিশির কুমার রায় (এনজিও ফোরাম), নির্বাহী সদস্য- মোঃ মমিনুল ইসলাম (পপি), নির্বাহী সদস্য- মোঃ আখতার হোসেন চৌধুরী (এসএসএস), নির্বাহী সদস্য- মোঃ সেলিম উদ্দিন (ঢাকা আহছানিয়া মিশন), ও নির্বাহী সদস্য- সারোয়ার আলম আশরাফ (ডিএসকেএস)। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ৬ জেলার জাতীয় ও স’ানীয় পর্যায়ের প্রায় শতাধিক এনজিও প্রতিনিধি উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৮ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০১৬