ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের বর্ষবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ ১৭ এপ্রিল ২০১৬, রবিবার
ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রাচীন সংগীত শিৰা প্রতিষ্ঠান ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বর্ষবরণ ১৪২৩ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বাংলা নববর্ষের সকালে গোলপুকুর পাড়স’ সংগীত বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষক ও ছাত্র ছাত্রী একটি র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গনে শেষ করে। পরে স্কুল মিলনায়তনে সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ এ.কে.এম শাহাবুদ্দিন খাঁ’র সভাপতিত্বে বর্ষবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ, শাস্ত্রীয় সংগীত বিভাগের প্রধান ওস্তাদ বিজন তোপদার ও সাংবাদিক মতিউল আলম। সবশেষে নবীন শিক্ষার্থীরা সংগীত পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায়। এতে সংগীত পরিবেশন করে আনিকা তাহসিন, শ্রেয়া রানী পাল, অথৈ, লাবন্য কর্মকার, স্নিগ্ধা কর্মকার, সিজা পাল, ডানা, রাত্রী, শায়ন, সামী, গুলেনুর আলম মারিয়া।আলোচনা সভায় বক্তারা অচিরেই ব্যাপক কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়।