| রাত ১:২৪ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যা

শ্রীবরদী প্রতিনিধি: ১৭ এপ্রিল ২০১৬, রবিবার,

শেরপুরের শ্রীবরদী উপজেলার বড়ইকুচি গ্রামে স্বামী ও তার পরিবারের দাবীকৃত যৌতুকের টাকা না দিতে পারায় অকালেই প্রাণ হারাতে হলো ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর। গত শনিবার রাতে বড়ইকুচি গ্রামের আওয়ালের বাড়ি থেকে গৃহবধু কুলছুম (২১) এর লাশ উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ। জানা যায় প্রায় ৩ বৎসর পূর্বে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামের বাহেজ আলীর কন্যার সাথে বড়ইকুচি গ্রামের আওয়ালের পুত্র তানজিলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করে আসছিল। গত কয়েকদিন যাবত যৌতুক লোভী স্বামী ফের যৌতুকের দাবীতে কুলছুমের উপর চাপ সৃষ্টি করে। শনিবার রাতে গ্রামবাসীরা কুলছুমের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস’ল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কুলছুমের হতদরিদ্র পিতা কন্যা হত্যার বিচারের দাবীতে যৌতুক লোভী স্বামী তানজিলকে আসামী করে শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শ্রীবরদী থানার ওসি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশ ময়না তদনে-র জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদনে-র রিপোর্ট হাতে পাওয়া গেলে হত্যার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:০১ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০১৬