র্যাবের ৮ শতাধিক সদস্য শাস্তি পেয়েছে : তথ্যমন্ত্রী
লোকলোকান্তর ডেস্কঃ আইনগত সীমা লঙ্ঘনের কারণে র্যাবের আট শতাধিক সদস্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে তথ্য অধিদফতরে ‘বিদেশি অপপ্রচারের বিরূদ্ধে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের বিষয়টি ক্রমাগত সংস্কারের প্রয়োজন থাকে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কেউ যদি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বা আইনবহির্ভূত কোনো কাজে জড়িয়ে পরে, তবে তার যথাযথ তদন্ত হয়, বিচার হয় ও দোষী সাব্যস্ত হলে শাস্তি হয়। এর পরিপ্রেক্ষিতে র্যাবের আট শতাধিক সদস্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে কিছু বিষয়ের উল্লেখ আমাদের জন্য দুঃখজনক। বিস্তারিত ব্যাখ্যায় যাবার আগে আমি শুধু বিনয়ের সঙ্গে বলতে চাই, এটি বাংলাদেশের সঠিক প্রতিফলন বা তথ্য নির্ভর নয়।
সরকার কোনো এনজিও বা সিভিল সোসাইটি সংগঠনের কার্যক্রমে বাধা বা চাপ দিচ্ছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা স্বাধীনভাবে ইচ্ছেমত তাদের মত প্রকাশ করছে। তাদের বক্তব্য বা মত প্রকাশের সাথে দ্বিমত প্রকাশ করলে বা তাদের স্বচ্ছতার কথা উঠলেই অত্যন্ত অযৌক্তিকভাবে তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে শোরগোল তোলা হয়, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।সুত্রঃ প্রিয়