শ্রীবরদীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরোদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসানের বিরোদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে।
এক লিখিত অভিযোগে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান ২০১৫/১৬ অর্থ বছরে ১ম পর্যায়ের টিআর.কাবিখা (সাধারণ) বরাদ্দের খাদ্য শষ্য ১০টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় ৪ মাস পূর্বে ডিও প্রদান করেন। কিন্তু এখন পর্যন্ত ১০টি ইউনিয়নে উক্ত টিআর.কাবিখা বরাদ্দের কোনই প্রকল্প বাস্তবায়ন হয়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পিআইও যোগসাজসে ১ম পর্যায়ের টিআর.কাবিখা’র সকল খাদ্য শষ্য আত্মসাৎ করেছেন। তাছাড়া বর্তমানে পিআইও ইউপি নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ করে ২য় পর্যায়ের টিআর.কাবিখা ও হত দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারা বাস্তবায়নের নামে আত্মসাতের পায়তারা করছেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বাদী হয়ে গত বুধবার শেরপুরের জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।