শ্রীবরদীতে ধর্ষিতা শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের হামিদুর রহমানের বখাটে পুত্র শাকিল কর্তৃক ৮বছর বয়সী এক ১ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আজ রোববার ধর্ষিতা শিশুকে শেরপুরের আধুনিক সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এস.আই আনোয়ার হোসেন জানায় ঐ ধর্ষিতা শিশুকে মেডিকেল পরীক্ষার পর বিজ্ঞ আদালতে ২২ ধারার জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামে ৮ বছর বয়সী ১ম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার শ্রীবরদী থানায় ৩ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষিতার মা হরবালা বাদী হয়ে ধর্ষক শাকিল মিয়া (১৩), তার বাবা হামিদুর রহমান ও মাকে আসামী করে মামলা দায়ের করেন।