ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৯জন গ্রেফতার
সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, গৌরীপুর থেকেঃ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর নামক স্থান থেকে আন্তঃজেলা ডাকাত দল এবং মোটর সাইকেল চুরির সাথে জড়িত আন্তঃজেলা গ্রিলকাটা চক্রের ৯জনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১৭ এপ্রিল) ভোর ৪টার দিকে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। অন্যরা সিএনজি যোগে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেন, সাইদুর রহমান ও আব্দুল গণি’র নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আটককৃতরা হল- ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের আবুবক্কর সিদ্দিকের পুত্র দিপুর (২০), আলী হোসেনের পুত্র বাবন (১৯), মিরু হোসেনের পুত্র আল আমিন (১৭), সাহাব উদ্দিনের পুত্র সালাহ উদ্দিন (২২), বোরহান উদ্দিনের পুত্র সুজন মিয়া (২৮), আজিজের পুত্র আসাদুল (২৫), আলা উদ্দিনের পুত্র বাবুল (২০), আব্দুল আলিমের পুত্র রফিকুল ইসলাম (২২), আব্দুল মান্নানের পুত্র রুবেল (২৪)। সিএনজিতে থাকা সেলিমসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, ওরা আন্তঃ জেলা ডাকাতি ও গ্রিলকেটে মোটর সাইকেল চোরাই চক্রের সঙ্গে জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের অনেকের নামেই ময়মনসিংহের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।