চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহে নকল নবীসদের মানববন্ধন
ফাহিম মোঃ শাকিল: চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া পারিশ্রমিক পরিশোধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার(নকল নবীস) এসোসিয়েশন জেলা শাখা।
রোববার দুপুরে সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
মোহাম্মদ আলী(সহ-সভাপতি,সদর) এর পরিচালনায় মানববন্ধনে মোঃ শাহাবউদ্দিন(সভাপতি সদর), আমিনুল ইসলাম (সাঃ সম্পাদক জেলা শাখা), রফিকুল ইসলাম (সভাপতি জেলা শাখা), মোঃ হোসেন আলী (সভাপতি, নান্দাইল) সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধন বক্তারা বলেন, ১৯৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সট্রা মোহরারদের চাকুরী স্থায়ী করার জন্য তৎকালিন মন্ত্রী কে নির্দেশ দেন। কিন্তু ১৯৭৫ সালে ১৫ আগস্ট ইতিহাসে কলংকজনক ঘটনার পর থেকে তাদের দাবিতে কালো মেঘ পড়ে। পরে গত ২০১৩ সালে ৩০ শে সেপ্টেম্বর আইনমন্ত্রী মহান সংসদে ৫৪৭ নং প্রশ্নের জবাবে এক্সট্রা মোহরারদের চাকুরী স্থায়ী করন হবে বলে সংসদকে জানান। এরপর থেকেই এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি। এ ছাড়া এক্সট্রা মোহরারদের এক বছরের অধিক সময় পারিশ্রমিক বকেয়া রয়েছে।
তাই তাদের দাবির প্রেক্ষিতে আগামি ১৮-২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতি এবং ২৪-২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলম বিরতিসহ নানা কর্মসূচী তারা পালন করবেন বলে জানান। এমতাবস্থায় চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া পারিশ্রমিক পরিশোধ করার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান। দাবি মানা না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ছবিঃ রেড মিল্লাত