বাজিতপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
মহিউদ্দিন লিটন, বাজিতপুরঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের পশ্চিম রেহেলা গ্রামের বাছির মিয়ার পুুকুরে একদল দুবৃত্ত পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০হাজার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫-২০ লক্ষ টাকা।
আজ রবিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটে।
রবিবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে ১ কেজি ওজনের প্রায় ৬হাজার পাঙ্গাস মাছ, শিং মাছ ১৫ হাজার, তেলা পিয়া ৫ হাজার, একহাজার, রুই মাছ, পুঁটি, কাতলা, কার্ফু, বিগ্রেড, সহ ৩০ হাজার মাছ পুকুরের পানিতে ভেসে উঁঠেছে। পুকুরের মালিক বাছির মিয়া দাবি করেন গত শুক্রবার সন্ধ্যার সময় এলাকার ইয়াবা ব্যবসায়ী হাকিম মিয়া ৩-৪ জন তার বড় ভাই ইন্তু মিয়া কে মারধর করেছে। তিনি বলেন হাকিম মিয়া ও তার লোকজন তার বড়ভাই ও তাকে দেখে নিবে বলে হুমকি প্রদান করেছে। এই ব্যাপারে বাছির মিয়া বাদী রবিবার দুপুরে হাকিম মিয়া, নাজু, ইদু ও মাসুক মিয়াকে আসামী বাজিতপুর থানায় অভিযোগ দায়ের করেন।