ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন – খুররম খান চৌধুরী
ভ্রাম্যমান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ হতে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপি’র আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। তিনি বলেন, বর্তমান নব্য স্বৈরাচারী সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে এ থেকে পরিত্রান পেতে হলে জাতীয়তাবাদী তথা বেগম খালেদা জিয়ার বিকল্প নেই। তিনি এ লক্ষে পৌছতে হলে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী গত শুক্রবার, শনিবার ও রবিবার উপজেলার শেরপুর, খারুয়া, চন্ডীপাশা ও মুশুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামূল কাদির প্রাথী মোঃ রেজাউল করিম, মোঃ জিয়া উদ্দিন, মোঃ মাহবুবুর রশীদ ও মোঃ এনামূল হক ছাত্রদল নেতা কামরুজ্জামান রাসেল প্রমূখ।