তাড়াইলে সাত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা
আমিনুল ইসলাম বাবুল : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের পাড়া-মহল্লা সরগরম হয়ে উঠেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দীর্ঘদিন চলা লবিং-গ্রুপিং ও দৌড়ঝাঁপের অবসান হল। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণায় উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা আহবান করে জেলা, উপজেলা নেতাদের উপস্থিতিতে তৃর্ণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে এসব চেয়ারম্যান প্রার্থীকে দলীয় মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়।
প্রথম দফায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল হাসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট এম.এ আফজলসহ জেলা ও উপজেলার নেতৃৃবৃন্দ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম ভূঞাসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দ দিনভর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে তাঁদের গোপন ভোটের মাধ্যমে উপজেলার সাত ইউনিয়নের প্রার্থীর তালিকা চুড়ান্ত করেন। ইউপি নির্বাচনে তাড়াইলের সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক পেলেন যারা তাঁরা হলেন- ১নং তালজাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খান। ২নং রাউতি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. ইকবাল হোসেন তারেক। ৩নং ধলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ আলম ঝিনুক। ৪নং জাওয়ার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। ৫নং দামিহা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব। ৬নং দিগদাইড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. গোলাপ ভূঞা। ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহার জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃর্ণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের গোপন ভোটের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।
আগামী ৪ জুন শেষ ধাপে এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।