| রাত ১১:৪০ - বুধবার - ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে আ’লীগের সম্মেলনের প্রস্তুতি নিতে বর্ধিত ও কার্যকরী সভা অনুষ্ঠিত

ফাহিম মোঃ শাকিলঃ
আগামী ৩০ এপ্রিল’২০১৬ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে এক বর্ধিত ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ময়মনসিংহ শিববাড়ীয় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই বর্ধিত ও কার্যকরী সভার আয়োজন করা হয়।
ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সকালে প্রথম অধিবেশনে বর্ধিত সভা এবং বিকেলে ২য় অধিবেশনে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এড. জহিরুল হক খোকা, সহ-সভাপতি মজিবুর রহমান খান মিল্কী, ডাঃ আমানুল্লাহ এমপি, এড. মোঃ মুসলেম উদ্দিন এমপি, ফাহিম গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল হক তুহিন এমপি, সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করাসহ ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির বাকিদের প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া ৭টি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

ছবিঃ রেড মিল্লাত

সর্বশেষ আপডেটঃ ১০:৫১ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০১৬