ভালুকায় বখাটের উৎপাতে ৫ম শ্রেণীর ছাত্রী বাড়ী ছাড়া: পড়ালেখা বন্ধ
মোঃ ফিরোজ খান, ভালুকা থেকেঃ ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে বখাটের উৎপাতে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রী বাড়ী ছেড়ে বোনের বাড়ীতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকার পানিভান্ডা গ্রামের রেজত আলীর কন্যা মোছাঃ শাহানাজ (১২) স্থানীয় পানিভান্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মোঃ রজব আলীর বখাটে পুত্র নাজমুল (২০)স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে আসছিল। এ প্রেক্ষিতেতে গত বছর মেয়ের পিতা নারী ও শিশু নির্যাতন আইনে ওই বখাটের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি মামলা (নং ২৫(০৯)১৫ দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ নাজমুলকে গ্রেফতার করে। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে সে পুনরায় শাহানাজকে নানা ভাবে উত্যক্ত করাসহ ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। ফলে অসহায় পরিবার মেয়ের নিরাপত্তার বিষয় চিন্তা করে শাহানাজকে তার বোনের বাড়ী পাঠিয়ে দেয়। এ অবস্থায় মেয়ের পড়া লেখা বর্তমানে বন্ধ হয়ে আছে। এ ছাড়াও পরিবারের লোকজনকেও নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ বিষয়ে শাহনাজের পিতা মোঃ রেজত আলী গত বুধবার ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান এ ঘটনায় দ্রুত ব্যাবস্থা গ্রহণের জন্য ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।