| দুপুর ১:৫৪ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি:  সদর উপজেলার কে.গাতী ইউনিয়নে আওয়ামী লীগের একাংশের মনোনয়ন প্রত্যাশীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন খানের বিরুদ্ধে গত বুধবার রাতে জেলা শহরের অজহর রোডে শতদল শিল্পীগোষ্ঠী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে দাবী করে অস্বীকার করেন।
সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ আলী ফকির, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এ আর আলী আজগর খান পাঠান, আলী আজগর খান পন্নী, আবদুল কাদির, আবদুস সালাম, নজরুল ইসলাম, আবদুল বারেক তালুকদার, আরব আলী, আলী হায়দার খান, মো. আবদুর রব. শফিকুল ইসলাম খান পাঠান প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগ, কে. গাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ার জন্য পায়তারা করছেন। তিনি দলের অধিকাংশ নেতাকর্মীকে না জানিয়ে এবং দলের বর্ধিত সভা না করে তার পছন্দের ও অনুগত কতিপয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের স্বাক্ষর গ্রহন করেন। নির্বাচনে দলীয় একাধিক মনোনয়ন প্রত্যাশীকে বিষয়টি অবহিত করা হয়নি। এতে করে দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

কে.গাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেন খান তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে দাবী করে বলেন, নিয়ম তান্ত্রিকভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের নিয়ে প্রকাশ্যে সভা করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদককে ওই সভায় একাধিকবার ডাকার পরও তিনি যোগদান করেননি।

সর্বশেষ আপডেটঃ ৯:০৩ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০১৬