হোসেনপুর মাতিয়ে গেলেন নগরবাউল জেমস
হোসেনপুর প্রতিনিধি: হোসেনপুর ঢেকিয়া খেলার মাঠে গান গেয়ে দর্শকদের মাতিয়ে গেলেন নগরবাউল খ্যাত শিল্পী জেমস।
নববর্ষ ১৪২৩ এর বৈশাখী উৎসব উপলক্ষে শুক্রবার বিকালে নগর বাউলের কনসার্ট আয়োজন করে হোসেনপুর মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন ২০০২ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। উদ্যাপন কমিটির আহবায়ক প্রিন্স মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ -১০ আসনের সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন। কনসার্টে নগর বাউল জেমস একে একে পাগলা হাওয়া,বিজলি,গুরু ঘর বানাইলা কি দিয়া’র মত জনপ্রিয় ৬টি গান গেয়ে মঞ্চ মাতালেন।