নান্দাইলে অব্যাহত বিদ্যুতের দাবীতে স্বারকলিপি প্রদান
ভ্রাম্যমান প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসদর সহ ১২ ইউনিয়নে অব্যাহত বিদ্যুৎ এর দাবীতে শনিবার (১৬ এপ্রিল) নান্দাইল নাগরিক কমিটির উদ্যোগে কিশোরগঞ্জ পল্লী
বিদ্যুৎ সমিতি নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবরে এক স্বারক লিপি প্রদান করা হয়। নান্দাইল নাগরিক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির ও সাধারন সম্পাদক মোঃ কামরুল হুদা আফজল এর সাক্ষরিত স্বারক লিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিধাতার ভূমিকায় অবর্তীণ হয়েছেন। তারা যখন সন্তষ্ট হন তখন কচিৎ কখনো আলো জ্বলে এবং তাদের ইচ্ছে হলে অন্ধকার জেঁকে বসে প্রতি ঘন্টায় বাহান্নবার বিদ্যুতের যাওয়া-আসা খেলা জনগনের মাঝে ঠাট্রা-বিদ্রুপের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। ফলে যন্ত্র নির্ভর জন জীবনে পানি সরবরাহ সহ নানাবিধ সমস্যা প্রকট হয়ে ওঠেছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা সহ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান,কৃষি ও বিদ্যুৎ নির্ভর উৎপাদন অনুষঙ্গ সমূহ।
এ অবস্থার নিরসন কল্পে নাগরিক কমিটি নান্দাইলবাসীর নিকট থেকে উপর্যুপরি অনুরুদ্ধ হয়ে জনগনের মাঝে ব্যাপক আলোচনা পূর্বক বৃহত্তর কর্মসূচি গ্রহন করে। জনগনের সিদ্ধান্ত অনুযায়ী নাগরিক কমিটি কর্তৃক পেশকৃত আবেদন পত্র প্রাপ্তির দিন থেকে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।লোড শেডিং এর সময়-সীমা নির্ধারন করে জন বিজ্ঞপ্তি জারী করতে হবে। তবে তা পিক্ আওয়ার ব্যতিরেকে কোন ক্রমেই এক ঘন্টার বেশী হতে পারবেনা। বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন কখনো বন্ধ করা যাবে না। বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল সেবার মান ত্বরিৎ উন্নত করতে হবে। যদি প্রত্যাশিত সময়ের মধ্যে উপরোক্ত সমস্যা সমূহ সমাধান না করা হয় তা হলে জনগনের ধৈর্যচ’্যতি উদ্ভত পরিস্থিতির জন্য পল্লী বিদ্যুৎ কর্তপক্ষই দায়ী থাকবেন। জনগন সহজেই সহিংসতার সীমাকে লঙ্ঘন করতে চায়না। অন্যথায় জনসংযোগ, মানব বন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাও, সড়ক অবরোধ প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।