| রাত ৯:১২ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাবা-মায়ের কলহ মেটাতে না পেরে মেয়ের আত্মহত্যা

অনলাইন ডেস্ক | ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,

বাবা-মায়ের পারিবারিক কলহ মেটাতে না পেরে সাথী (১৬) নামে এক মেয়ে প্রতিবাদী আত্মহত্যা করেছেন। শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরীশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা সেলিম আহম্মেদ (৫০) কে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামের অধিবাসী সেলিম আহম্মেদ। সে ৭টি বিয়ে করেছে। বর্তমানে তার ঘরে আছিয়া ওসুফিয়া নামে  দুই স্ত্রী রয়েছে। দুই স্ত্রী থাকায় তাদের সংসারে  কলহ লেগেই থাকত। আছিয়ার ঘরে রয়েছে তিন মেয়ে এক ছেলে। গত বুধবার স্ত্রী আছিয়াকে সেলিম মারধর করে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। স্ত্রী আছিয়াকে তাড়িয়ে দিতে  গতকাল শুক্রবার সকালে সেলিম সালিশ বৈঠকের আয়োজন করে। মাকে নিয়ে এমন সালিশী বৈঠকের আয়োজনে তার মেয়ে সাথী প্রতিবাদ করে। প্রতিবাদ করার কারনে সেলিম তার স্ত্রী আছিয়া ও মেয়ে সাথীকে মারধর করতে উদ্যত হয়। এ সময় মেয়ে সাথী দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখানেই গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাথীর মা আছিয়া জানান, আমাকে নির্যাতন করার প্রতিবাদ করতে গিয়েই মেয়ে সাথী গলায় ফাঁস দিয়ে মরল। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাথীর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় সাথীর বাবা সেলিমকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৬