১লক্ষ টাকা মুক্তিপন না পাওয়ায় হত্যা ত্রিশালে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের ত্রিশালে মুক্তিপনের ১লক্ষ টাকা না পেয়ে স্কুল ছাত্রকে হত্যা করেছে পাষন্ডরা। নিখোঁজের পর ২দিনেও দাবীকৃত টাকা না পেয়ে স্কুল ছাত্রকে হত্যা করে ধান ৰেতে মরদেহ ফেলে রেখে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের উজানভাটিপাড়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনার পর থেকে ধানীখোলার অভিভাবকরা সন্তানদের নিয়ে আতংকে রয়েছেন।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার দুপুরে নিখোঁজ হয় ধানীখোলা ইউনিয়নের উজানভাটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী সজিব মিয়া (৭)। নিখোঁজের পর বুধবার সন্ধ্যায় ০১৯৮৪৯৫৮২৯১ ও ০১৯৬৯২৭৪৭৫০ এই দুটি মোবাইল নম্বর থেকে নিহত সজিবের বড় ভাই রাজিবের মোবাইলে ফোন করে ১লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। ঐ সময় ঢাকায় অবস্থানরত রাজিব ও তার মা ঢাকা থেকে রাতেই ত্রিশালে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আবারও ঐ নম্বরগুলো থেকে রাতের মধ্যেই ময়মনসিংহে ১লৰ টাকা নিয়ে যেতে বলে। যদি রাতের মধ্যে টাকা নিয়ে ময়মনসিংহে না পৌছায় তবে সজিবকে হত্যা করা হবে বলে চক্রটি হুমকী দেয়। দিন মুজুর দরিদ্র পিতা দাবীকৃত মুক্তিপন পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতের কোন এক সময় সজিবকে হত্যা করে ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের পিছনে ধান ৰেতে ফেলে যায়। সকালে স’ানীয়রা উল্টো অবস’ায় একটি শিশু বাচ্চার লাশ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সজিবের রাজিব জানান, আমার মোবাইলে ফোন করে টাকা দাবী করে আমি তখন বুঝতে পারি নাই। ঢাকা থেকে বাড়ীতে এসে বিষয়টি নিয়ে স’ানীয় মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে আলোচনা করি এবং বৃহস্পতিবার রাতে আবার ফোন দিয়ে একই কথা বলে।
স’ানীয় আলফাজ জানান, বৃহস্পতিবার রাতে আমিসহ কয়েকজনকে বাড়ীতে নিয়ে এ ঘটনা সম্পর্কে অবহিত করে। আমরা বিভিন্ন ভাবে জানার চেষ্ঠা করেও কোন রহস্য খোজে পায়নি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার ধানীখোলা এলাকার শফিকুল ইসলামের আট বছর বয়সী শিশু পুত্র সজীব নিখোঁজ হয়। শুক্রবার বিকালে ধানীখলা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ধান ক্ষেতে স’ানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।