অল্পের জন্য বেঁচে গেলেন বাবা ত্রিশালে ৫ বছরের ঘুমন্ত মেয়েকে গুলি করে হত্যার চেষ্টা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের ত্রিশালে এবার ১ম শ্রেণীর ছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। পিতার কাছে সুদি টাকা পাওয়াকে কেন্দ্র করে পিতাকে লক্ষ করে গুলি করতে গেলেও তিনি ঘরে না থাকায় খাটের উপর ঘুমিয়ে থাকা শিশু কন্যা গুলিবিদ্ধ হয়েছে। ত্রিশালের প্রত্যান্ত পল্লীতে গুলির ঘটনায় এলাকায় ব্যাপক আতংক বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনের চকপাড়া গ্রামের মোতালেব সরকারের ছেলে ফয়েজ আহমেদ ওরফে অছু একই গ্রামের হায়দার আলীকে লক্ষ্য করে ঘরের জানালা দিয়ে গুলি করে। এসময় হায়দার আলী ঘরে না থাকায় গুলিগুলো প্রথমে জানার চৌকাঠে লাগে ও পরে জানালার পাশে খাটের উপর শুয়ে থাকা তার মেয় এ.এম সরকার কিন্ডার গার্টেনের ১ম শ্রেণীর ছাত্রী হাফসা বিনতে ইকরা (৫) এর উড়োতে ও পায়ে লাগে। এসময় গুলির শব্দে ও ঘরে থাকা লোকজনের আর্তচিৎকারে পরিবারের অন্য সদস্যরা ইকরাকে দ্র্বত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইকরা মচিহার ৩য় তলার ২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, ফয়েজ আহমেদ ওরফে অছু একই গ্রামের হায়দার আলীর নিকট থেকে দাদন হিসেবে ১লক্ষ ২০ হাজার টাকা নেয়। যা আগামী বাংলা জৈষ্ঠ্য মাসে পরিশোধ করার কথা রয়েছে। কিন’ সময় শেষ হওয়ার আগেই কোন প্রকার কথা ছাড়াই আকস্মিক ভাবে হায়দারের বাড়ীতে এমন হামলা করেছে বলে অভিযোগ করেছেন স’ানীয়রা। এ ঘটনার পর ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনাস’ল পরিদর্শন করেছেন।
ইকরার চাচা আব্দুল হান্নান জানান, তার সাথে আমাদের পরিবারের কোন ঝগড়া বিবাদ নেই, হঠাৎ করেই কেন এমন হামলা করলো তা বুঝে উঠতে পারতেছিনা।
ইকরার পিতা হায়দার আলী জানান, মনে করেছিল আমি ঘরে আছি আর এ ভেইে আমাকে লক্ষ্য করে গুলি করলেও আমি ঘরে না থাকায় আমার মেয়ের পায়ে এসে লাগে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি অভিযোগ করা হয়েছে। গত কয়েক দিন আগে অছুর বড় ভাই শরীফের ঘরেও এমন গুলি করেছিল। তারপর থেকে শরীফ বাড়ী থেকে অন্যত্র চলেগেছে। ত্রিশাল উপজেলার ১১নং মোৰপুর ইউনিয়নের পল্লীতে কে এই ফয়েজ ওরফে অছু? যার অস্ত্রের মুখে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে? এমন প্রশ্ন এলাকাবাসীর।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শামীম জানান, ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এস আই) শামীম আহমেদ জানান,সম্বভবত পাইপগান বা দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হতে পারে। বিষয়টি নিয়ে মামলা হবে।