| রাত ৮:৫৯ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পহেলা বৈশাখ পালন

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার

জেলা প্রশাসনের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার নেত্রকোনায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে। জেলা শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, এডিসি আনোয়ার হোসাইন আকন্দ, ড. আবদুর রহিম, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসমলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার নূরুল আমিন, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, উদীচী জেলা সংসদের সভাপতি মোজাম্মেলল হক, নারী নেত্রী বাদন খান ববি প্রমুখ। এ ছাড়া জেলা শহরের মালনীতে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলা শহরের মোক্তারপাড়ায় মধুমাছি কচিকাঁচা বিদ্যানিকেতন মাঠে বৈশাখী মেলা, দুর্বার গোষ্ঠীর সামনে মোড়গের লড়াইয়ের আয়োজন করা হয়। ওই সমস- মেলায় বাউল গান, জারি, নাটক, যাত্রাপালাসহ কাবাডি, ঘুরি উড়ানোসহ গ্রামীন খেলাধূলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৬