কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে নববর্ষ উদ্যাপন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়ছে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) ১৪২৩ উদ্যাপন।
সকালে নববর্ষ উদ্যাপনে প্রধান আকর্ষণ হিসেবে শুর্ব হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুর্ব হয়ে ত্রিশাল পৌরসভার সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব), প্রভোস্টগণ, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা। সকালে শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে শুর্ব হয় দিনের কর্মসূচী।
বিশ্ববিদ্যালয়ের চার্বকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন মুখোশ, চরকি, প্যাঁচা, অজগর সাপ, গোখরা সাপ, বাঘ, মহিষ, খরগোশ, বানর, হাতি, ঘোড়া, ব্যাঙ, সরা, একতারা, পাখা, পট চিত্র ইত্যাদি ছাড়াও ঢাক-ঢোল মঙ্গল শোভাযাত্রার আকর্ষণ বাড়িয়ে দেয়। মঙ্গল শোভাযাত্রার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
বিকালে গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছড়া, নাট্য, সঙ, সঙ্গীত ও নাটক ও ফোকলোর, সঙ্গীত এবং থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। নতুন বাংলা সনকে স্বাগত জানাতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসব মুখর পরিবেশ।
পহেলা বৈশাখ ১৪২৩ উদ্যাপন উপলক্ষ্যে গঠিত কমিটির সদস্য-সচিব চার্বকলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত) এবং কমিটির অন্যান্যরা সকল কর্মকা- তত্ত্বাবধান করেন।
জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক, উপাচার্য দপ্তরের এস.এম. হাফিজুর রহমান জানান, এর আগে চৈত্র সংক্রান্তী উপলক্ষ্যে বুধবার বিকালে চার্বকলা বিভাগের ছাত্র দিপঙ্কর বৈরাগীর নির্দেশনায় ও চার্বকলা বিভাগের শিৰার্থীদের অংশগ্রহণে ‘চুর্বলিয়া মঞ্চে’ নৃত্যপালা, সঙ্গীত বিভাগের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়।