ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ উদ্যাপন
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,
সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাঙ্গালী জাতির সকল ঐতিহ্যকে সামনে নিয়ে যথাযথ ভাবে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৩। বাংলা নতুন বছরের শুভাগমন উপলৰ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার আয়োজনে সকাল ৮ঘটিকায় পরিষদ চত্তরে দই চিড়া আপ্যায়নের আয়োজন করা হয়। উক্ত আপ্যায়নে উপজেলা পরিষদ চেয়াম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এস,এম,এ ওয়ারেজ নাইম সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও প্রেসক্লাবের সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। আপ্যায়ন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তর থেকে বিভিন্ন বেনার, ফেস্টুন, রং-বেরঙ্গের সাজ-সজ্জা এবং বাঙ্গালী জাতির বিভিন্ন ঐতিহ্যের প্রতিকসহ একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ শেষে পূনরায় পরিষদ চত্তরে এসে শেষ হয়। উক্ত র্যালীতে অংশ গ্রহন করেন, উপজেলা চেয়াম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, ওসি মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ এস,এম,এ ওয়ারেজ নাইম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা জমশেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির্বল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার সুর্বজ্জামান, আ’লীগ সাবেক সভাপতি আলহাজ শরিফ উদ্দিন সরকার, হাজি অছি আমর্বন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰিকা উম্মে কুলছুল, সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ন সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী ছামেদুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি মিন্টু মিয়া, সেচ্ছাসেবক লীগের আহবায়ক উমর ফার্বক, আ’লীগের সাংগঠনিক সম্পাদক হার্বর উর রশিদ, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা র্বপালী, ঝিনাইগাতী প্রেসক্লাবের কর্মকর্তাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাওন, বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের শিৰক শিৰার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। র্যালী শেষে পরিষদ চত্তরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।