| সন্ধ্যা ৬:০১ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে মরা ব্রহ্মপুত্রের কোমর জলে লাখো হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান

স্টাফ রিপোর্টার, ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,
দীর্ঘ ৩০ বছর পর আবারো পহেলা বৈশাখে সম্পন্ন হলো অষ্টমী স্নান। ময়মনসিংহ বিভাগীয় শহরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স’ানে হাটু পরিমাণ পানিতে বৃহস্পতিবার লাখো লাখো হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থী পবিত্র অষ্টমী স্নান সম্পন্ন করেছেন। পূণ্যতিথিতে পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে পূণ্যার্থীরা নিজ নিজ ইচ্ছায় ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, ডাব, আমের পল্লব প্রভৃতি দিয়ে পবিত্র অষ্টমী স্নান শেষ করে। হিন্দ ধর্ম মতে, ‘হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর- এ মন্ত্র উচচারণ করে পূণ্যার্থীরা কৃপা চায় ব্রহ্মার।’ চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে হিন্দু রীতি অনুসারে এদিন ব্রহ্মার আদেশে পৃথিবীর সব তীর্থ এসে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়।mymensingh pic-01
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুর্ব হয়ে তা বেলা সাড়ে ১০টায় শেষ হয় অস্টমী স্নান। হিন্দু ধর্মীয় নেতা শংকর সাহা বলেন, ব্রহ্মপূত্রের নাব্যতা হারিয়ে এখন হাটু পানি । বর্তমানে ব্রহ্মপূত্র নদে ডুব দিয়ে স্নান করার মতো পানি নেই । বাধ্য হয়েই কাঁদাযুক্ত ময়লা পানিতে হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীরা কষ্ট করে পবিত্র অষ্টমী স্নান সম্পন্ন করেছেন। তাই ধর্মীয় দৃষ্টিকোন থেকে হলেও ব্রহ্মপূত্র খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের উভয় পাড়ের প্রায় ১০ কিলোমিটার এলাকা লাখো পূণ্যার্থীর পদভারে মুখরিত হয়। ময়মনসিংহের বেগুনবাড়ি, খাগডহর, কাচারীঘাট, কালিবাড়ি ঘাট, কালিরবাজার, বালিপাড়া, ধলা, গফরগাঁও ঘাট ও হোসেনপুরে ব্রহ্মপূত্রের উভয় তীরে ৱান সম্পন্ন করে। ময়মনসিংহ পৌরসভাসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান অস’ায়ী স্নানাগার স’াপন করে দেয়। এছাড়া স্নান উৎসবকে কেন্দ্র করে শহরের কালিবাড়ি, দুর্গাবাড়ি এবং ত্রিশালের কালিরবাজারে দিনব্যাপী অষ্টমী মেলা বসে ।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো পাপ মোচনের জন্য স্নানের লগ্ন শুর্ব হওয়ার আগে বৃহস্পতিবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থী ভিড় জমায় । বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে সড়ক পথে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারে করে দেশের বিভিন্ন স’ান থেকে দলে দলে পূণ্যার্থীরা সমবেত হয় ব্রহ্মপূত্র পাড়ে।

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৬