হোসেনপুরে অষ্টমীস্নানে হাজারো পূণ্যার্থী
হোসেনপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান শানিত্মপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে শুরম্ন হয়ে বেলা ১ টা পর্যনত্ম এ উৎসব চলে । ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু থেকে শুরম্ন করে সব বয়সী হাজারো নারী-পুরম্নষ এ স্নানোৎসবে অংশ নিয়েছেন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান,ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মালাজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংর্কীতনের মধ্য দিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩ টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে। এ উপলড়্গে ব্রহ্মপুত্রের তীর,ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী বসে গ্রামীণ মেলা। মেলায় দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীস্নান পরিদর্শন করেন কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোসত্মাইন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,ইউএনও তরফদার সোহেল রহমান,কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরহাদ চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জামাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরম্নল ইসলাম নুরম্ন মিয়া,সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরম্নল আমীন পারভেজ,পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোসত্মাফিজুর রহমান মোবারেজ,ওসি মো: নান্নু মোলস্না,প্রধান শিড়্গক বেগম জিন্নাত আক্তার,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম,হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক প্রমুখ।