ময়মনসিংহে ১০ হাজার লোকের অংশ গ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রা
ফাহিম মোঃ শাকিল:
১৪২৩ নববর্ষ বরণে নব গঠিত বিভাগীয় নগরী ময়মনসিংহে ব্যাপক আয়োজন করা হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী মুকুল নিকেতন স্কুল থেকে সকাল ৮.৪০ এর সময় প্রায় ৯/১০ হাজার লোকের অংশ গ্রহণে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হবে। ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মুকুল নিকেতন স্কুলের প্রঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি নগরীর স্টেশন রোড হয়ে গাঙ্গিনাপার, নতুনবাজার, জিলা স্কুল, টাউনহল প্রদক্ষিণ শেষে ব্রক্ষপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। পরে বৈশাখী মঞ্চে নববর্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বর্নাঢ্য শোভাযাত্রায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জি এম সালাহ উদ্দিন ও ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হকসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। শহর জুরে নেয়া হয়েছ কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শোভাযাত্রাটি উদ্ভবনের সময় ময়মনসিংহবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। জেলে, তাঁতি, করাতি, নাপিত, কুলি, পালকি, কলসী কাধে গায়ের বধু, বেদে বৌদ্দ ভিক্ষুক, ইমাম, ডাকহরকরা, গরুর গাড়ি, রবযাত্রী, নাইওরী, বিয়ের গীত, পুথি পড়া, মুক্তিযুদ্ধের চিত্র ,বাংলার জীবন প্রবাহের দৃশ্যপট, অশ্বারোহী সৈন্য-সামন্ত, মাছ ধরার জালসহ জেলে, ঢেঁকিতে ধান ভাঙ্গার দৃশ্য, মাঝি, তাঁতি, কামার, কুমার, ধনুকর, ধর্মযাজক, ভিক্ষুকসহ অনেককিছু।