| রাত ১:৫২ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগীয় নগরী ময়মনসিংহে বর্ষ বরণে ব্যাপক আয়োজন

 

স্টাফ রিপোর্টার, ১৩ এপ্রিল ২০১৬, বুধবার,
১৪২৩ নববর্ষ বরণে নব গঠিত বিভাগীয় নগরী ময়মনসিংহে ব্যাপক আয়োজন করা হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী মুকুল নিকেতন স্কুল থেকে সকাল ৮টায় প্রায় ১০ হাজার লোকের অংশ গ্রহণে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হবে। ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস’াপনায় বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজ বুধবার দুপুরে মুকুল নিকেতন স্কুলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষনা দেন পর্সদের নেতৃবৃন্দ। বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ-এর আহবায়ক অধ্যাপক আমীর আহম্মেদ চৌধুরী রতন লিখিত বক্তব্যে জানান, সকাল ৭টায় মুকুল নিকেতন জমায়েত ৮টায় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বের হযে নগরীর প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রক্ষপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আশা করা হচ্ছে বর্নাঢ্য শোভাযাত্রায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জি এম সালাহ উদ্দিন ও ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জেলা প্রশাসক মুস-াকীম বিল্লাহ ফারুকী সর্বস-রের মানুষ অংশ নিবেন।
সাংবাদিক সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মমতাজ উদ্দিন মন্তা, ফরিদ আহম্মেদ দুলাল, এড, আবুল কাশেম, এড. আবদুল মোত্তালেব লাল প্রমুখ উপসি’ত ছিলেন।
আমীর আহম্মেদ চৌধুরী রতন আরো বলেন শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। জেলে, তাঁতি, করাতি, নাপিত, কুলি, পালকি, কলসী কাধে গায়ের বধু, মাঝি, কামার, কুমার, বেদে বৌদ্দ ভিক্ষুক, ইমাম, ডাকহরকরা, গরুর গাড়ি, রবযাত্রী, নাইওরী, বিয়ের গীত, পুথি পড়া, মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরা হবে এই শোভাযাত্রায়। ##

সর্বশেষ আপডেটঃ ৯:২০ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৬