বাকৃবিতে ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের নয়া বিভাগীয় প্রধান
শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদীয় ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান হিসাবে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. একেএম জাকির হোসেন। তিনি আগামী দুই বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
উলেৱখ্য যে, অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বাকৃবির কৃষি অনুষদ থেকে স্নাতক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর, উদ্ভিদ শারীরবিজ্ঞান ও প্রাণরসায়ণ বিষয়ে জাপানের জিফু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী গ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে বাকৃবিতে যোগদান করেন ও ২০১০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সালের ৩ জুন থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করে আসছেন।