শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ পোষাককর্মী উদ্ধার : দুইজন গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি:১৩ এপ্রিল ২০১৬, বুধবার,
ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ তৈরি পোষাককর্মী মো. হাছান আলীকে (২৮) শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার করা হয়েছে। হাছান ভোলার আলীনন্দ গ্রামের মৃত কুট্টি পাটোয়ারীর ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানার আশুলিয়া ঠাকুরবাড়ি এলাকায় বাস করেন। তাঁকে আজ ১৩ এপ্রিল বুধবার দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গত ১২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কোনাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. আব্দুর রহিম (২৬) ও বনগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনের জের ধরে গ্রেপ্তার আব্দুর রহিম ও রফিকুল ইসলাম কয়েকদিন আগে আশুলিয়ার একটি তৈরি পোষাক কারখানার কর্মী হাছান আলীকে অপহরণ করে শেরপুরের ঝিনাইগাতী এলাকায় নিয়ে আসেন। এ ঘটনায় তাঁর আত্মীয়-স্বজন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় হাছানকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জনতা তাঁদের আটক করে শ্রীবরদী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস’লে গিয়ে হাছানকে উদ্ধার এবং রহিম ও রফিকুলকে গ্রেপ্তার করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস. আলম বলেন, উদ্ধার হওয়া হাছানকে তাঁর পরিবারের নিকট হস্তান্তর এবং বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রহিম ও রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।