হালুয়াঘাটে তিন ছাত্রীকে পিটিয়ে আহত করায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
আনছারুল হক রাসেল ঃ ১৩ এপ্রিল ২০১৬, বুধবার,
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ধারা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে ৭ম শ্রেণীর তিন ছাত্রী ০১। জোবেদা আক্তার তিথি ০২। ইসমা আরা নিঝুম, ০৩। জোবাইদা আক্তার প্রীতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ সূত্রে জানা যায় গত ১২ এপ্রিল সকাল ১০:৩০ মিঃ উক্ত ছাত্রীগণ ৩০ মিঃ বিলম্ব করে স্কুলে আসায় অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিন পিটিয়ে গুরুতর আহত করে। পরে অভিভাবকগণ ছাত্রীগণকে হালুয়াঘাট উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করার পর বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ছাত্রী অভিভাবকগণ হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাটি তদনে-র জন্য স্কুলে প্রতিনিধি প্রেরণ করেন এবং ঘটনার সত্যতা পান।স’ানীয় সাংবাদিকবৃন্দ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হাসানের সাথে কথা বললে তাহারা জানায় বিষয়টি স’ানীয়ভাবে মিমাংসার প্রচেষ্টা চলছে।