নির্বাচনী সহিংসতা- নান্দাইলে দঃ চন্ডীপাশা নৌকা প্রতীকে অগ্নিসংযোগঃ সিংরইলে নৌকার কার্যালয়ে অগ্নিসংযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৩ এপ্রিল ২০১৬, বুধবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী সহিংসতা দিন দিন বেড়েই চলছে। গত ১১ এপ্রিল দিবাগত রাতে নান্দাইল ইউনিয়নের ছিলার বাজারে সংর্ঘষ, নির্বাচনী কার্যালয় ভাংচূর ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাতে চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিন চন্ডপাশা এলাকায় নৌকা প্রতীকে অগ্নিসংযোগ ও সিংরইল ইউনিয়নের ভোড়াঘাট নামক স্থানে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের পিছন সাইডে অগ্নিসংযোগ করা হয়। সেখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছবি সম্বলিত বিল বোর্ড ভাংচূর করা হয়।
এ ব্যাপারে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী মোঃ ছাইদুর রহমান (নৌকা) জানান, আমার প্রতিপৰ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বিষয়টির সত্যতা নিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করার চেষ্ঠা করলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
অপরদিকে চন্ডীপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রাথী মোঃ এমদাদুল হক ভ’ইয়া জানান, দক্ষিন বাঁশাটি তার নির্বাচনী কার্যালয়ের সম্মুখে নৌকা প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহাব উদ্দিন ভ’ইয়ার নিদের্শে নৌকা প্রতীকে অগ্নি সংযোগ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিনকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ মুজিব আর্দশের সৈনিক হিসেবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত কাজেই নৌকার প্রতীক পোড়ানো বা নিদের্শ দেয়া অবান্তর ছাড়া কিছুই নয়। এ রির্পোট পাঠানো পর্যন্ত থানায় মামলা হয়নি। #