| বিকাল ৩:৪৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে হাতিবন্ধু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:১৩ এপ্রিল ২০১৬, বুধবার
‘আসুন হাতি ও হাতির বাসস্থান রক্ষা করি।’ এ শ্লোগানকে সামনে রেখে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন্যহাতির প্রতি সচেতনতা বাড়াতে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে হাতিবন্ধু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রজেক্টের সহায়তায় বনবিভাগ ও আইইউসিএন সীমান্তবর্তী বালিজুরী উচ্চ বিদ্যালয় মাঠে গত ১২ এপ্রিল ব্যতিক্রমধর্মী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় শ্রীবরদী, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাতি উপদ্র্বত ১২ টি এলিফেন্ট রেসপন্স টিমের (ইআরটি) ১২০ জন সদস্য ঘোড়া দৌড়, তৈলাক্ত কলাগাছ ও বাঁশ বাওয়া, বালিশ খেলা, হাডুডু, হাড়িভাঙ্গা, ফুটবলসহ বিভিন্ন ধরনের নয়টি ইভেন্টের খেলাধূলায় অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক মো. তাইয়েবুল হাসান। এতে বক্তব্য দেন তাওয়াকোচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম, কর্ণঝোড়া বিট কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, বালিজুরী বিট কর্মকর্তা নহুষ চন্দ্র হাজং, ইউপি চেয়ারম্যান আবু শামা কবীর, ইউপি সদস্য মোছা. ফিরোজা বেগম, সহকারী শিৰক মো. সোলায়মান কবির, আইইউসিএন এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মো. আহসানুল ওয়াহেদ, সাইট ম্যানেজার রাজিব মাহমুদ, মিজানুর রহমান প্রমুখ।
আইইউসিএন এর সাইট ম্যানেজার রাজিব মাহমুদ জানান, শেরপুর সীমান্তে দিন দিন হাতি-মানুষের দ্বন্দ্ব বেড়ে চলেছে। লোকালয়ে নেমে আসা বন্যহাতির আক্রমণে যেমন মানুষ মারা যাচ্ছে, জানমালের ৰয়ৰতি হচ্ছে, তেমনি মানুষের রোষের শিকার হয়ে একাধিক হাতি মারা পড়েছে। হাতি বাঁচলে বনাঞ্চল বাঁচবে, বন বাঁচলে মানুষ বাঁচবে। আর এজন্যই বন্যহাতিকে বিলুপ্তির হাত থেকে রৰা করতে হবে।
হাতি-মানুষে দ্বন্দ্ব নিরসন ও সহাবস্থানের লৰ্যে জনসচেতনতা বাড়াতে এলাকায় স্থানীয় অধিবাসীদের নিয়ে ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ (ইআরটি) বা ‘হাতি সুরৰা দল’ গঠন করা হয়েছে। সেসব ইআরটি দল ও  স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে বার্ষিক হাতিবন্ধু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে তিনি জানান।
পরে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:০৮ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৬