বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এপ্রিল – ১৩ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩০৭তম অধিবেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বরেণ্য মরহুম ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। ব্যক্তিবর্গ হচ্ছে যথাক্রমে ঃ সাবেক স্বাস’্যমন্ত্রী ডা. আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ.বি.এম.জি. কিবরিয়া, ২১শে পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ডা. মুজিবুর রহমান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও দূর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান, বিশিষ্ট শিৰাবিদ এবং ইউএইচ সিস্টেম এর গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর রথীন্দ্রনাথ বোস,
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে. আবদুল কালাম, ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জী, নাটোর
– ৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ভাষা সৈনিক ডাঃ মহিউদ্দিন খান, সমাজকল্যাণ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী, চুয়াডাঙ্গা -১ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া মোঃ মনসুর আলী, বাকৃবি’র কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সাবেক ডীন এবং ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের শিৰক প্রফেসর জিন্নাত আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজর্বল ইসলাম, সবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম শামসুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী বিশিষ্ট সমাজ সেবক গোলাম আকবর চৌধুরী, চট্টগ্রামের সীতাকুন্ড(চট্টগ্রাম-৪) এর সাবেক সংসদ সদস্য এ.বি.এম আবুল কাশেম মাস্টার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য, ভেটেরিনারি অনুষদের সাবেক ডীন এবং মাইক্রোবাইলোজি ও হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ মনসুর্বল আমিন, বাকৃবির পরীৰা শাখার সহকারী পরীৰা নিয়ন্ত্রক মোঃ মকবুল হোসেন খান, বাকৃবির ডেপুটি ট্রেজারার মোঃ জাহিদুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট শব্দ সৈনিক রাশেদুল হাসান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য এস.এম.নুর্বন্নবী, দেশের প্রখ্যাত কৃষি অর্থনীতিবিদ বাকৃবি’র সাবেক সিন্ডিকেট সদস্য ড. মাহবুব হোসেন, ঢাকা মহানগর আওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ আজিজ, লালমনির হাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, কৃষিবিদ আবদুর রাজ্জাক মিয়া, বাকৃবি’র সাবেক রেজিস্ট্রার আ.খ.ম মকবুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর এ. কে. নাজিরউদ্দিন আহমেদ।
বাকৃবির পরিষদ বিভাগের সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত সূত্রে এ তথ্য জানা যায়।