প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধুই সকালের
ফাহিম মোঃ শাকিল: ময়মনসিংহে নতুন বছরকে বরণ করে নেয়ার সকল প্রস্তুতি প্রায় শেষ, অপেক্ষা শুধুই কাল সকালের। প্রতিবারের মতো এবারও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে শুরু হবে শহরের সর্ববৃহৎ ও দৃষ্টিনন্দন শোভাযাত্রা। ইতিমধ্যে নানান আয়োজনের প্রস্তুতি শেষ করে কাল সকালের অপেক্ষায় সবাই।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ববধানে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখকে বরণ করে নিতে গত এক সপ্তাহ যাবত নিরলস শ্রম দিয়েছেন। শোভাযাত্রা দেখা যাবে বাংলার জীবন প্রবাহের দৃশ্যপট, অর্শারোহী সহ সৈন্য- সামন্ত, মাছ ধরার জাল সহ জেলে, ঢেঁকিতে ধান ভাঙ্গার দৃশ্য, মাঝি, তাঁতি, কামার, কুমার, ধনুকর , ধর্মযাজক, ভিক্ষুকসহ অনেককিছু। আনন্দ শোভাযাত্রাটিকে বঙ্গময় করে তোলার জন্য কত কি যে করা হয়েছে তা হয়তো বলে শেষ করা যাবে না।
আগামীকাল সকাল আট টায় এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে। শহরের প্রদক্ষিণের পর শোভাযাত্রা বৈশাখী মঞ্চের সামনে যেয়ে শেষ হবে। তারপর বৈশাখী মঞ্চে নববর্ষে শুভেচ্ছা বিনিময় সভা ও পরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।