বৈশাখে নাশকতার পরিকল্পনা করার সময় ময়মনসিংহে ৪ জেএমবি আটক
ফাহিম মোঃ শাকিলঃ ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং আগামীকাল ১৪ এপ্রিল বৈশাখে ময়মনসিংহে নাশকতার পরিকল্পনা করছিল আটককৃত জেএমবিরা।
বুধবার রাত দুইটার দিকে ওই চারজনকে আটক করা হয়। আটককৃত হলেন—সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি গ্রামে শস্যমালা ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন (৪৩), দুই সহোদর আলমগীর (২২) ও জাহাঙ্গীর (২৪) এবং হাছান আলী (২২)।
সূত্র মতে , আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য এবং তারা ঐ রাতে বোমা তৈরি করছিল যা দিয়ে ১৪ এপ্রিল বৈশাখে ময়মনসিংহে নাশকতা সৃষ্টি করা যায়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, পয়লা বৈশাখের উৎসবে নাশকতার জন্য ওই চারজন জড়ো হয়ে শলাপরামর্শ করছে এমন খবরের ভিত্তিতে রাতে আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক ও বোমা তৈরির বেশ কিছু দ্রব্য উদ্ধার করা হয়।