ত্রিশালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন আবু জাফর
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল, ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আবু জাফর রিপন। তিনি আজ ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। ইতিপূর্বে তিনি নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন। নবনিযুক্ত আবু জাফর রিপনের জন্মস্থান বরিশালে।
উলেৱখ্য: গত ২৯ মার্চ ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে ত্রিশালের বইলর নূরুর দোকান নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। তার স’লে গতকাল ১১ এগ্রিল ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু জাফর রিপন।