দুর্গাপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার ৩

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি, ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- উপজেলার আলমপুর গ্রামের মৃত তরব আলীর ছেলে আসক আলী (৯০), মউ গ্রামের মৃত হাজী কদর আলীর ছেলে শাহনেওয়াজ (৯০) এবং নওয়াগাঁও গ্রামের মৃত নবী হোসেনের ছেলে আজিজুর রহমান (৭০)। দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় নেত্রকোনা ডিবি পুলিশ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস’া গ্রহন করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস’ার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান জানান, গ্রেফতারকৃতদের বির্বদ্ধে একাত্তর সালে এলাকায় হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা চলমান রয়েছে।