| রাত ১২:১২ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় স্ত্রীর মামলায় কৃষি কর্মকর্তার কারাদন্ড

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,

স্ত্রী মোমেনুন্নেছা হকের দায়ের করা মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ কৃষি অফিসের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। বারহাট্টা সহকারী জজ পারিবারিক আদালতের বিচারক সোলায়মান কবীর গতকাল মঙ্গলবার বিকেলে আসামীর অনুপসি’তিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, জামালপুর জেলার মাদারগঞ্জের বীরনাদাগাড়ী গ্রামের এ কে এম মোজাম্মেল হকের ছেলে মোহনগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সাথে ২০১১ সালের ১১মার্চ জেলার বারহাট্টার ডেমুরা গ্রামের এমদাদুল হকের মেয়ে নেত্রকোনা সরকারী কলেজের হিসাব জ্ঞিান ১ম বর্ষের ছাত্রী মোমেনুন্নেছা হকের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও তার পরিবারের লোকজন ইসলামী শরিয়তের অজুহাতে তাকে কলেজে যাওয়া বন্ধ করে দেয় এবং বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে মোটর সাইকেল, টিভি, ফ্রিজ এনে দেয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে তার সাথে মাহমুদুল হাসান প্রায়শই দুব্যবহার করত। বনিবনা না হওয়ায় মোমেনুন্নেছা হক বাবার বাড়ি চলে যায়। তাকে দেন মোহর ও খরপোষ দেয়ার জন্য স্বামীকে বলে। স্বামী তার দাবী না মানায় মোমেনুন্নেছা হক ২০১৩ সালে ৩১ ডিসেম্বর বারহাট্টা সহকারী জজ পারিবারিক আদালতে দেন মোহর ও খরপোষ দাবী করে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এরই প্রেক্ষিতে আদালত ১লাখ ৭৪ হাজার টাকা দেয়ার জন্য মাহমুদুল হাসান আদেশ প্রদান করেন। আদালতের আদেশ না মানায় গতকাল মঙ্গলবার বিজ্ঞ বিচারক সোলায়মান কবীর স্বামী মাহমুদুল হাসানকে তিন মাসের কারাদন্ডাদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শাহ নেওয়াজ ফকির।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০১৬