| দুপুর ১:৫৫ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বালির বিল থেকে আজ মঙ্গলবার এক ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। নিহতের নাম ট্রলি চালক নাছির উদ্দিন ওরফে মিসকিন (৩৫)। সে সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স’ানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বালির বিলের পাশে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পৰ থেকে এখনো কোন মামলা বা অভিযোগ করা হয়নি।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৮ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০১৬