| রাত ৯:১৩ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল

স্টাফ রিপোর্টার | ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

ময়মনসিংহ শহরের জামতলা এলাকায় সালমা আক্তার (২৮) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। অপরদিকে গৃহবধুর স্বামী আসিফ ইকবাল পাপ্পু ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, সালমা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এনিয়ে গত রাত থেকে মৃত্যু রহস্য নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। পুলিশ আসিফ ইকবাল পাপ্পুসহ তিনজনকে আটক করেছে। এঘটনায় আজ মঙ্গলবার বিকেলে সালমার পিতা ইউসুফ বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি কামর্বল ইসলাম জানান, ৮ বছর আগে শহরের জামতলা এলাকার ডিশ ব্যবসায়ী আসিফ ইকবাল পাপ্পুর সাথে বিয়ে হয়। তাদের সংসারে আরাব হোসেন নামে ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ জানায়, বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবণা হচ্ছিল না। প্রায়ই ঝগড়া-ঝাটি লেগে থাকতো। সোমবার রাতে কথাকাটির এক পর্যায়ে স্বামী পাপ্পু তাকে মারধর করলে অজ্ঞান হয়ে পড়ে সালমা। পরে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমা আক্তারকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে রাতে ঢাকা থেকে সালমার পিতা মো: ইউসুফসহ পরিবারের লোকজন এটি হত্যাকান্ড বলে থানায় অভিযোগ করলে পুলিশ নিজ বাড়ি থেকে স্বামী আসিফ ইকবার পাপ্পুসহ ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে নিহত সালমার দেবর আসলাম ইকবাল সোহেল জানায়, সালমা অসুস’্য হওয়ার খবর শুনে দ্র্বত বাসায় যাই এবং তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সালামার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কয়ড়াবাচ গ্রামে। ##

সর্বশেষ আপডেটঃ ৬:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০১৬