খুনি রাজাকারদের কাধে রেখে কখনো গনতন্ত্র পাওয়া যাবে না – তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
ত্রিশাল প্রতিনিধিঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন খুনি রাজাকারদের কাধে নিয়ে গনতন্ত্র পাওয়া যাবেনা, তাদের কাধে রেখে কখনো গনতন্ত্র পাবেননা। যারা ৭১ এর খুনীদের নিজ ঘরে ঢুকিয়েছেন তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে, যারা এসব খুনীদের ঘরে ঢুকিয়ে রেখেছে তাদের গনতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে। মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপি ও খারাপ। রাজাকার যদি খারাপ হয় তাহলে রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।
তিনি ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার দুপুরে কালির বাজার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাশেদুল ইসলাম ছোট্রর পরিচালনায় ও কালির বাজার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জাসদ নেতা রতন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহের এডিসি শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি শারমিন জাহান, নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, এএসপি সার্কেল (গফরগাঁও) বিল্লাল হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নেছা বিউটি, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা জাসদের সাধারন সম্পাদক এড.সাদিক হোসেন, মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কালির বাজার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আ.হ.ম শহিদউল্লাহ প্রমুখ।