ময়মনসিংহে ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে ২০পিছ ইয়াবাসহ মো : মেহেদী হাসান(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে মময়মনসিংহের হেজমুল্লাহ রোড থেকে তাকে গ্রেফতার করা হয় ।
জানা যায়, মাদক ব্যাবসায়ী মালেক পুত্র মো: মেহেদী হাসান হেজমুল্লাহ রোডের বাসিন্দা। সে দীঘদিন যাবত মাদক ব্যাবসা পরিচালনা করে আসছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ১নং ফাড়ির টিএসআই আশরাফুল ইসলামের নির্দেশে মেহেদী হাসানকে তার বাসার সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করেন এটিএসআই শফিকুল রহমান ও সংগীয় ফৌজ ।
টিএসআই আশরাফুল ইসলাম বলেন, মেহেদী হাসান বেশ কয়েকদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তার উপর নজরদারি করে আজ তাকে হাতে নাতে আটক করা হয়েছে।
এব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।