ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার বীরঙ্গনাদের সম্মানী ভাতার চেক প্রদান
স্টাফ রিপোর্টার | ১১ এপ্রিল ২০১৬, সোমবার,
আজ সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলপুর ও হালুয়াঘাট উপজেলার বীরঙ্গনা ময়মনা খাতুন ও হালিমা এবং জাহেরা খাতুন ও ফাতেমা খাতুনা-কে সম্মানী ভাতা ৮০০০টাকা হারে ৬মাসের ভাতার প্রত্যেকে ৪৮০০০টাকা চেক প্রদান করেন।এসময় সংশ্লিষ্ট উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ হেলালুজ্জামান সরকার ,শেখ মাহবুব মুরাদ উপসি’ত ছিলেন এবং জেলা প্রশাসক মুস-াকিম বিল্লাহ ফারুকি বীরঙ্গনাদের অবদানের জন্য স্যালুট কৃতজ্ঞতা জানান এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।